Adsterra, Blogger এবং CPA লিংক Facebook গ্রুপে Unlimited Share করুন। [লিংক Block হবে না]

 

AnyImage Site

Bitly Site

Auto Approval Group List



আমরা যারা facebook এর মাধ্যমে adsterra direct লিংক কিংবা আমাদের blogger সাইট বা যেকোনো দরনের লিংক facebook গ্রুপের মাধ্যমে প্রমোট করতে বা marketing করতে চাই। তাহলে সব থেকে বড় যে প্রবলেমটি সেটি হলো, আমাদের লিংক গুলিকে facebook অটোমেটিক্যালি remove করে দেয়। 

এবং বার বার link share করার জন্য আমাদের facebook id গুলিও suspend করে দেয়।

যার কারণে আমরা সঠিক ভাবে facebook এর মাধ্যমে মার্কেটিংটা করতে পারছি না।


কিন্ত আজকের এই ভিডিওতে আমি এমন একটি method share করবো, যেটা use করে আপনি যেকোনো লিংক, সেটা হতে পারে cpa অফার, হতে পারে adsterra direct link অথবা আপনার blogger সাইট link, এক কথায় যেকোনো দরনের লিংক facebook group গুলিতে unlimited share করতে পারবেন কোনো প্রকার জামেলা ছাড়াই।  

এবং আপনার facebook আইডিও কখনো suspend হবে না। আমি সেটা live proof সহ দেখিয়ে দিবো। এবং শেষে আমরা auto approval group list সম্পর্কে কিছু important কথা বলবো। এবং আপনাদেরকে active auto approval group list এর link দিবো। আপনি যদি সত্যিকার facebook marketing করতে চান, তাহলে এটা আপনার জানা খুবই প্রয়োজন। Just ভিডিওটি end পর্যন্ত দেখতে থাকুন। Facebook সম্পর্কে কিছু most important knowledge পেতে চলেছেন।

সো চলুন শুরু করি।


সর্ব প্রথম description বক্সে any image এই সাইটের লিংকটি দিয়ে দিবো, সেখানে ক্লিক করে চলে আসবেন। যারা এই সাইট সম্পর্কে জানেন তারা আগেই দৌড় দিবেন না। কেনো সেটা বললাম, ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন। 

So, এই সাইটে আসার পর একটু নিচের দিকে চলে আসবো, then এখানে আমাদেরকে একটি ইমেজ সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি কোন ধরনের ইমেজ দিবেন? আপনি যদি অনলাইন আর্নিং রিলেটেড পোস্ট ক্রিয়েট করতে চান আর এখানে যদি আপনি প্রোডাক্ট এর ইমেজ দেন, তাহলে সেটা কার্যকরী হবে না।

তাই আমাদেরকে এখানে perfect ইমেজ সিলেক্ট করতে হবে।

তো আমরা এখানে blogger পোস্টের link share করবো। তাই চলে আসবো আমাদের ব্লগার ওয়েবসাইটে। আমি এখানে আগে থেকেই বেশ কিছু পোস্ট ক্রিয়েট করে রেখেছি। যেগুলো অনলাইন আর্নিং রিলেটেড। আর তাই আমাদের আর্নিং রিলেটেড image প্রয়োজন হবে। 


তার জন্য চলে আসবো গুগলে, এবং সার্চবারে ক্লিক করে make money online লিখে সার্চ করবো।

আপনার টপি অনুযায়ী আপনি সার্চ করবেন।

Then ইমেজ সেকশনে চলে আসব। এবং এখানে আরনিং রিলেটেড অসংখ্য image পেয়ে যাবো। এখান থেকে আমাদের পছন্দমত একটি ইমেজ ডাউনলোড করে নিবো।

সো, আমি এই ইমেজটি ডাওনলোড করে নিবো।

Then চলে আসবো anyimage সাইটে, এবং browse ফাইলে ক্লিক করবো। Then আমাদের ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে, এখান থেকে আমাদের ডাওনলোড কৃত ইমেজটি সিলেক্ট করে দিবো। Then এরকম একটা intarfase আসবে, এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমাদের ইমেজটি দেখতে পাবো। আমরা চাইলে ইমেজটিকে এখান থেকে resize করে নিতে পারি।

Then আমরা উপরের দিকে চলে আসবো, এখানে আমাদের পোস্টের একটি টাইটেল দিতে হবে। তারজন্য চলে আসবো আমাদের blogger সাইটে। এবং যেই পোস্টটি share করতে চাই সেটিকে ওপেন করবো। Then, আমাদের পোস্টের যে টাইটেলটি রয়েছে সেটিকে সিলেক্ট করে copy করে নিবো।

এবং এখানে titel এর জায়গায় past করে দিবো।

Then description, এখানে আমি টাইটেলটিই past করে দিবো। আপনারা চাইনে post related সুন্দর একটি ডেসক্রিপশন লিখতে পারেন।


Then Destination url, এটি most important, এখানে আমাদের লিংকটি দিতে হবে। আপনি যদি এখানে সরাসরি আপনার blogger সাইটের লিংক দেন। তাহলে সেটি এখানে সাপোর্ট করবে না। Arror show করবে।

তো, আমি দেখিয়ে দিচ্ছি, কি problem হয়। তার জন্য blogger সাইটে চলে আসবো এবং আমাদের post এর urlটি copy করে নিবো। Then destination url এর বক্সে পোস্ট করে দিবো। এবং এখন যদি finish এ ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্ত arror show করছে।

সো, এই প্রবলেমটি আমরা কিভাবে fix করতে পারি?

তার জন্য এই লিংকটির domainটি change করতে হবে। তারজন্য আমাদের চলে আসতে হবে bitly সাইটে। সাইটের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সাইটে আসার পর বাম পাশে 3লাইন দেখতে পাবেন, অথবা pluse এর একটা অপশন পাবেন। আমরা এই pluse এ ক্লিক করবো। Then, লিংকে ক্লিক করবো।


দেন এই ডেস্টিনেশন url এর জায়গায় আমাদের blog পোস্টের লিংকটি পেস্ট করতে হবে। দেন টাইটেল এর জায়গায় আমাদের পোস্টের টাইটেলটি অটোমেটিক পিক আপ করে নিয়েছে।

এবার just নিচের দিকে চলে আসব। এবং createএ ক্লিক করব। 

Then আমাদের লিংকটি short হয়ে যাবে। এই short লিংকটি copy করে নিবো। Then anyimage সাইটে  এসে destination url জায়গায় past করে দিবো। Then card সাইজটিকে large select করে দিবো। 

So এখন যদি একটু নিচের দিকে আসি তাহলে ফেইসবুকে আমাদের পোস্টটি কেমন দেখাবে সেটি এখন থেকে দেখতে পাবো।

So, আমরা just এখানে finish বাটনে ক্লিক করবো।

Then আমাদের পোস্টটি create করা হয় যাবে।

এবার যদি এই লিংকটি ফেইসবুকে শেয়ার করি, তাহলে ফেসবুক সেটিকে suspend বা remove করবে না। তো তারজন্য এই লিংকটি copy করে নিবো। Then চলে আসবো ফেইসবুকে।

আর facebook marketing করার জন্য আপনি কখনোই real id ব্যাবহার করবেন না। তার জন্য 10 থেকে 15টি fake ফেসবুক id crete করে নিবেন।

So, আমি ফেইসবুকে চলে আসবো। এবং আমি যেহুতু earning রিলেটেড post create করেছি তাই সেই related একটি গ্রুপ ওপেন করবো।

Make sure গ্রুপটি যেনো auto approval হয়।

So, এই গ্রুপটিতে পোস্ট করে দেখবো আমাদের লিংকটি কি রিমুভ করে দেয় কি না। তারজন্য write something এ ক্লিক করবো। এবং এখানে সেই লিংকটিকে past করবো।

Then এখানে আমাদের preview পোষ্টটি দেখতে পাবো। এবার এই লিংকটিকে remove করে আমাদের post related কিছু লিখে দিতে হবে। তার জন্য লিংকটি delete করে click image and earn money online এটা লিখে দিয়েছি।

Then পোস্টে ক্লিক করে post করে দিবো।

So, দেখুন আমাদের পোস্টটি কিন্ত লিংক সহ post হয়ে গিয়েছে। এবার কেউ যখন এই ইমেজে ক্লিক করবে তখন তাকে redirect করে আমাদের blog সাইটে নিয়ে আসবে। এবং আমরাতো আমাদের সাইটে adsterra ads সেটআপ করে রেখেছি। যেখান থেকে আমাদের ইনকাম হবে। 


কিভাবে blogger সাইটে ads সেটআপ করবেন, সেই related একটি প্রপার ভিডিও রয়েছে আমার চ্যানেলে। ভিডিও লিংকটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো। ভিডিওটি দেখে নিবেন।

So, আমি আরো কিছু গ্রুপে এই লিংকটি post করে দেখিয়ে দেই। নাহলে আবার অনেকে বলবে, সুদু একটি post করেছি। আরো পোস্ট করলে হয়তো লিংক remove করে দিবে। আমি আলাদা আলাদা গ্রুপ গুলিতে পোস্ট করেছি, এবং আমার একটা লিংকও remove হয় নাই।

সো এভাবে লিংক post করতে পারবেন ফেইসবুকে, কখনো remove হবে না। 

আর লিংক পোস্ট করার জন্য প্রয়োজন অটো approval facebook group।

ইউটিউব দেখবেন অনেকে অটো আপ্রভাল group sell করে থাকে। এবং হিয়োজ পরিমাণের ইনকাম genaret করে। কিন্ত আমি আপনাদেরকে ফ্রিতে অসংখ্য auto approval group list এর link দিয়ে দিবো। যেই গ্রুপগুলো সব গুলি মেম্বার এক্টিভ পাবেন। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।

Just লিংকে ক্লিক করে ডাওনলোড করে নিবেন।

এবং আমি যেভাবে দেখিয়েছি সেভাবে লিংক create করে এই সকল গ্রুপ গুলিতে post করুন।

আর এটা আপনাকে minimum 1 থেকে 2 মাস continuously করে যেতে হবে। তাহলেই ভালো result দেখতে পাবেন। 


সো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে  ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং next ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের সাথে কানেক্ট থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।


Post a Comment

1 Comments

Youtube Channel Image
Epic Profit Subscribe To watch more Secret Earnings Video
Subscribe