CpaGrip ADVANCE CPA Marketing Tutorial || 2 টি সিক্রেট Traffic Source


All Button Link

Congrats Gif Link




আজকে আমরা দেখবো কিভাবে cpagrip থেকে best অফার selection করবো। এবং সেই অফার নিয়ে professional ল্যান্ডিং পেজ crete করবো। এবং 2টি secret traffic source share করবো।যেগুলিতে আমি লাইভ marketing করে দেখিয়ে দিবো।


সো চলুন শুরু করি,তো তারজন্য সর্বপ্রথম cpagrip সাইটে account create করতে হবে। আর আপনার যদি অলরেডি account থাকে তাহলে সিম্পলি login করে নিবেন।

সো, সাইটের লিংকটি description বক্সে দিয়ে রাখবো। Just লিংকে ক্লিক করে চলে আসবেন।Then, উপরে registerএ ক্লিক করবেন।এখানে আপনার রিয়েল ইনফরমেশন গুলি দিয়ে account create করতে হবে। যেই গুলির পাশে স্টার রয়েছে সেগুলি মাস্টবি দিতেই হবে।


সো, এখানে আমি সকল information গুলি ফুলফিল করে নিয়েছি। আপনি আপনার real information গুলি দিয়ে নিবেন। Then, এই ফাঁকা বক্স গুলিতে টিকমার্ক করে register now বাটনে ক্লিক করবেন।Then আপনার অ্যাকান্টটি approve হয়ে যাবে। এবং cpagrip থেকে accunt validate করার জন্য একটি email পাবেন। সেই মেইল টিকে ওপেন করবেন। Then, এই লিংকে ক্লিক করে accuntটি verify করে নিবেন। 

Then, আমরা deshboord এ চলে আসবো। এবং বামপাশে 3লাইনে ক্লিক করবো। Then, অফার section থেকে my অফারটি chose করবো। এখানে আমরা সব দরনের অফার পাবো। আমরা বাংলাদেশ থেকে অ্যাকান্ট crate করেছি তাই বাংলাদেশ এর অফার গুলি শো করতেছে। আমরা এগুলি নিয়ে কাজ করবো না। কারণ এই অফার গুলির price অনেক কম। আমরা যে country নিয়ে কাজ করতে চাই এখান থেকে সেই county সিলেক্ট করবো। Then, category থেকে আপনি কোন দরনের অফার নিয়ে কাজ করতে চান, app install, pin submit, email submit কোনটা। Pin submit এবং email sumit এই অফার গুলিতে কাজ করলে ভালো লিড পাওয়ার যায়। তাই email এবং pin sumit এর কাজ গুলি করার চেষ্টা করবেন।


আচ্ছা, এখান থেকে ফিল্টার করে অফার নিয়ে তো কাজ করতেই পারবেন। কিন্ত আরো ভালো result পাওয়ার জন্য deshboord এ চলে আসবেন। এবং একটু নিচে দিকে আসবেন। Then, এখানে ডেইলি top performing অফার গুলি দেখতে পাবেন। এই অফার গুলি বর্তমানে high rankingএ রয়েছে। এখান থেকে অফার নিয়ে যদি marketing করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। 


তো, আমি দরেন এই অফারটি প্রমোট করবো। এটা pin sumit এর একটা অফার। এই অফেরটিকেই আমরা marketing করবো। তারজন্য এই অফারটি নিয়ে একটি professional ল্যান্ডিং পেজ create করতে হবে। আমরা google site ইউজ করে ল্যান্ডিং পেজ crete করবো। তারজন্য চলে আসবো গুগলে, এবং সার্চবারে google site লিখে সার্চ করবো। Then, আপনারা চাইলে এখান থেকে টেমপ্লেটও ইউজ করতে পারেন, আমি টেমপ্লেট ইউজ করতে চাচ্ছি না, তাই blank siteএ ক্লিক করবো। দেন এখানে যে default টেক্সটগুলি রয়েছে এগুলোকে আমরা ডিলিট করে দেব। প্রথমেই আমাদের লেন্ডিং পেইজের টাইটেল দিতে হবে। তার জন্য আমাদেরকে চলে আসতে হবে আমাদের cpagrip একাউন্টে। এবং আমরা যে অফারটি সিলেক্ট করেছিলাম, সেই অফারের যে টাইটেলটি রয়েছে সেটিকে আমরা কপি করে নিবো।

আচ্ছা, এখানে যে টাইটেলটি রয়েছে সেটি অন্য একটা কান্ট্রির language এ রয়েছে। কি লিখা রয়েছে সেটা কিন্ত আমরা বুঝতে পারছিনা। তো এখানে কি লিখা রয়েছে সেটি দেখার জন্য আমরা চলে আসবো google ট্রান্সলেটে, then, প্রথম বক্সটিতে টাইটেলটি past করে দিবো। এর পর এখানে দেখুন, এই languege টি কোন কান্ট্রির সেটি এখানে শো করছে। আমরা just এখানে ক্লিক করবো।সো, দেখুন এখানে কি লিখা রয়েছে সেটা আমরা এখন proparly দেখতে পাচ্ছি। মানে এই অফারটি dawonlod এর একটি অফার।

আচ্ছা, এখন আমরা চলে আসবো landing পেজে। Then, titel এর জায়গায় অফার এর টাইটেলটি দিয়ে দিবো।এর পর অফারটিতে চলে আসবো। এবং offer এর ইমেজটিকে ডাওনলোড করে নিবো। 

এই ইমেজটি আমরা landing পেজে ইউজ করবো।

তার আগে আমাদের landing পেজটিকে attractive করার জন্য একটি congratulation gif ইউজ করবো। তারজন্য image এ ক্লিক করবো। Then upload এ ক্লিক করবো। এর পর gallery থেকে আমি এই gif image টিকে select করে দিবো।এটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে description বক্সে লিংক দিয়ে রাখবো। Dawonload করে নিতে পারেন।


দেন এই এটি এখানে চলে আসবে। আমরা জাস্ট ইমেজটিকে একটু resize করে নিবো। দেন এটার নিচে আমাদের অফারের যে ইমেজটি রয়েছে সেটিকে এড করে দেব। তার জন্য আবার ইমেজে ক্লিক করে আপলোড এ ক্লিক করব। Then, গ্যালারি থেকে অফার এর ইমেজটি সিলেক্ট করে দিব। দেন এই ইমেজ টিকেও resize করে নেব।

দেন এই ইমেজের নিচে আর একটা টেক্সট অ্যাড করব। তার জন্য অফারটিতে চলে আসব। দেন এই টাইটেলটার নিচে ছোট করে যে টেক্সটি রয়েছে সেটিকে সিলেক্ট করে কপি করে নেব। দেন বাম পাশে টেক্সট বক্সের একটা অপশন দেখতে পাব সেখানে ক্লিক করব। Then, এখানে টেক্সটিকে পেস্ট করে দেব। এই টেক্সটিকে মাজখানে নিয়ে আসতে পারি। তার জন্য 3ডটে ক্লিক করব, দেন এখানে ক্লিক করবো। Then টেক্সটি একদম মাঝখানে চলে আসবে।


দেন এই টেক্সট এর নিচে আমরা একটা বাটন add করবো। যেই বাটনটিতে আমরা আমাদের অফার লিংকটি এড করব। আমরা চাইলে এখান থেকেও বাটন এড করতে পারি। কিন্তু আমরা ইলিমিটেড বাটন এড করবো।

তার জন্য ইমেজে ক্লিক করে আপলোডে ক্লিক করব। দেন গ্যালারি থেকে একটি বাটন সিলেক্ট করব। আমাদের অফারটি যেহেতু ডাউনলোড রিলেটেড। তাই ডাউনলোডের একটা বাটন সিলেক্ট করব। আমি বেশ কিছু বাটনের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। যে গুলি দিয়ে আপনাদের অফার অনুযায়ী বাটন সিলেক্ট করে নিতে পারবেন। তো লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে প্রয়োজন হলে ডাউনলোড করে নিতে পারেন। দেন বাটনটি এখানে চলে এসেছে। এটাকে just একটু resize করে নিবো। সব সময় চেষ্টা করবেন এখানে যা যা আপলোড করবেন সবগুলো সেন্টারে রাখার। 

তাহলে আপনার ল্যান্ডিং পেজটি দেখতে অনেকটা প্রফেশনাল লাগবে। এবার এই ইমেজগুলিতে এবং বাটনটিতে আমাদের অফার লিংকটি এড করে দিতে হবে। তার জন্য ইমেজ এ ক্লিক করব। তার জন্য চলে আসবো আমাদের অফারটিতে। এবং এই অফারের লিংকটিকে কপি করে নেব। দেন একটি ইমেজে ক্লিক করব। তাহলে link এর একটি অপশন দেখতে পাবো সেখানে ক্লিক করবো। Then, লিংকটিকে পেস্ট করে দেবো এবং applyএ ক্লিক করব। এভাবে আমাদের অফারের যে ইমেজটি রয়েছে সেখানেও লিংকটিকে এড করে দেব।এবং আমরা যে বাটন টি এড করেছিলাম সেখানে তো mustবি এড করতেই হবে। আমরা সব জায়গায় অফার লিংটি এড করে দিয়েছি।

সো এখন আমাদের লেন্ডিং পেজটি ক্রিয়েট করার টোটালি কমপ্লিট। আমরা আর কিছু এখানে এড করতে চাচ্ছি না। সো এখন আমরা দেখব আমাদের ল্যান্ডিং পেজটি কেমন হয়েছে। তার জন্য publish এ ক্লিক করে প্রথমে public করে নিবো। Then, এই arrowতে ক্লিক করে view publish site এ ক্লিক করবো। সো আমাদের landing পেজটি কেমন হয়েছে সেটি এখান থেকে দেখতে পাচ্ছি। এখান সব কিছু ঠিকথাক লাগতেছে। এখন এই landing পেজটিকে আমরা marketing করবো।


তার জন্য উপরে দেখুন লিংকের একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করবো। এবং এই landing পেজের লিংকটিকে copy করে নিবো। লিংকটি যেহুতু অনেক বড় তাই সহজে কেউ ক্লিক করতে চাইবে না। তার জন্য লিংকটিকে short করে নিতে হবে।

আপনি যেকোনো লিংক shortenar use করতে পারেন। আমি একটি লিংক shortenarএ চলে এসেছি। Then এখানে লিংকটিকে past করে দিবো।এবং shorten urlএ ক্লিক করবো।Then আমাদের লিংকটি short হয়ে যাবে। এই short লিংকটিকে copy করে নিবো।এবার এই লিংকটিকে marketing করবো Czech country Target করে। অন্য courty থেকে যদি leed আশেও তাহলেও ইনকাম হবে না। কারণ এই অফারটি শুধুমাত্র czech কান্ট্রির জন্যই।

##########

প্রথমে ফেসবুক methordটি দেখবো। তার জন্য অফারের যে টাইটেলটি রয়েছে সেটিকে কপি করে নিবো। Then ফেইসবুকে চলে আসবো। এবং সার্চবারে titel টিকে past করে সার্চ করে দিবো।এর পর এখানে যতগুলি গ্রুপ পাবেন সবগুলি গ্রুপ এবং group মেম্বার গুলি এই কান্ট্রির পাবেন। Then এখান থেকে ভালো ভালো যে গ্রুপ গুলি রয়েছে সেগুলিতে join হবেন। Join করার সাথে সাথেই group গুলিতে কাজ করতে যাবেন না। 10 থেকে বারো ঘণ্টা পর কাজ করবেন। তাহলে কোনো প্রব্লেম face করতে হবে না। 


আমি অন্য একটা গ্রুপে কাজ করে দেখিয়ে দিবো। আপনি আপনার অফার রিলেটেড গ্রুপে কাজ করবেন। Group ওপেন করার পর এই গ্রুপ গুলিতে যারা কমেন্ট করেছে তারা active member। আর আমরা তাদের কাছেই offer প্রমোট করবো। আমি এই মেম্বারটির কাছে অফার প্রমোট করবো। তাই এখানে reply এ ক্লিক করবো। Then চলে আসবো আমাদের অফারে। এবং অপরের যে টাইটেলটি রয়েছে সেটিকে কপি করে নেব। Then এখানে পেস্ট করে দেব। এরপর এখানে হ্যান্ড এর একটা ইমোজি এড করব। দেন আমরা যে ল্যান্ডিং পেজের লিংকটি শর্ট করেছিলাম সেই শর্ট লিংকটি কপি করে নেব। এবং এখানে past করে দেবো। এর পর send করে দিবো।এখানে আরেকটি প্রবলেম হলো। ডাইরেক্ট লিংক দিয়ে কমেন্ট করলে তারা খুব সহজেই দরে ফেলতে পারে। তাই আরেকটু unique ভাবে কমেন্ট করবো।তার জন্য আমরা যে commentটি করেছি সেটা পুরোটা copy করে নিবো। যেনো বার বার লিখতে না হয়।


Then অন্য আরেকটি মেম্বারকে reply করবো। তার জন্য প্রথমে আমরা লিংক দিবো না। অন্য কিছু লিখে সেন্ড করবো। Then সেই টেক্সটিকে এডিট করে আমরা যে টেক্সটি কপি করেছি সেটি পেস্ট করে দিব। দেন সেন্ড করে দেব।সো বন্ধুরা এভাবেই আমাদেরকে মার্কেটিং করতে হবে। তাহলে আমাদের লিংগুলি facebook রিমুভ করবে না।আমি আবারো বলি আপনার অফারটি যে কান্ট্রির হবে আপনি সেই কান্ট্রির গ্রুপে মার্কেটিং করবেন।সো আমি এখানে বেশকিছু কাজ করে দেখেছি এবং আমার একটি লিঙ্কও রিমুভ হয় নাই। এবং আপনাকে প্রচুর সময় দিয়ে মার্কেটিং করতে হবে। 

আচ্ছা এরপর যে মেথর্ডটি রয়েছে সেটি হল টুইটার marketing। তার জন্য আমাদেরকে চলে আসতে হবে টুইটারে। দেন নিচের দিকে একটি প্লাস এর অপশন পাবো সেখানে ক্লিক করব। দেন পোস্টে ক্লিক করব। এরপর এখানে একটি টাইটেল দিতে হবে। তো আমাদের অফারের যে টাইটেলটি রয়েছে সেটিকে আমরা কপি করে নিয়ে আসবো এবং এখানে পেস্ট করে দেব। এরপর backspace দিয়ে একটা হ্যান্ড এর ইমুজি এড করে দেবো। দেন আমাদের অফারের যে short লিংকটি রয়েছে সেটি past করে দেবো।


দেন নিচের দিকে image এর একটা অপশন পাবো, সেখানে ক্লিক করব। Then গ্যালারি থেকে আমাদের অফারের ইমেজটিকে সিলেক্ট করে দেব। এরপর আমাদের postটিকে ভাইরাল করার জন্য বা ট্রেনিং নিয়ে আসার জন্য আমাদেরকে এখানে কিছু hashtag ইউজ করতে হবে। আর এখানে অবশ্যই অফারটি যেই কান্ট্রির, সেই কান্ট্রির language এর hashtag ইউজ করতে হবে। তার জন্য আমরা keyboard shortcut ইউজ করব। 


তার জন্য কিবোর্ডে একটা ট্রান্সলেটের অপশন দেখতে পাবো সেখানে ক্লিক করব। এখানে দ্বিতীয় languegeটি, আমাদের অফারটি যে কান্ট্রি সেই কান্ট্রি টা সিলেক্ট করব। ইংলিশে আমরা hestag গুলি লিখব। আপনার অফারটি যেই টপিকে থাকবে সেই রিলেটেড tag ইউজ করবেন।সো আমরা এখানে ইংলিশে লিখতেছি এবং অটোমেটিক সেই কান্ট্রির languegeএ ট্রান্সলেট হয়ে যাচ্ছে। সো এভাবে বেশ কিছু টেক ইউজ করবেন।

আপনার যদি কিবোর্ড শর্টকাট ইউজ করতে না পারেন, তাহলে গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন।দেন এখন পোস্টে ক্লিক করে পোস্ট করে দেব।তাছাড়াও আমরা এখানে কমেন্ট মার্কেটিং করতে পারি। তার জন্য search barএ ক্লিক করব। দেন কিবোর্ড এর ট্রান্সলেট এ ক্লিক করব। এবং আমাদের অফার রিলেটেড টপিক লিখে সার্চ করব। তো আমি এখানে অনলাইন আর্নিং লিখে দিয়েচ্ছি । তো ট্রান্সলেট হয়ে তাদের ল্যাঙ্গুয়েজে চলে এসেছে।এবার সার্চ করে দেব। 

দেন অসংখ্য পোস্ট দেখতে পাবো। এখান থেকে তাদেরকে আমরা রিপ্লে করবো।ফেসবুকে যেরকম কমেন্ট মার্কেটিং করেছিলাম টুইটারেও ঠিক সেম ভাবেই কমেন্ট করবো। এ ভাবে প্রতিনিয়ত কমেন্ট করতেই থাকবো।

এবং মার্কেটিং করার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হল ধৈর্য। ধৈর্য ধরে কাজ করলে আপনি একদিন সফল হবেনি। আর যদি দু একদিন কাজ করে বলেন ইনকাম হয় না তাহলে আপনার দ্বারা অনলাইনে ইনকাম পসিবল না।

সো বন্ধুরা আমার দেখানো methord ফলো করে unlimited cpa অফার মার্কেটিং করুন। এবং হিউজ পরিমাণের ইনকাম করতে পারবেন এই মেথড ইউজ করে।সো বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।

Post a Comment

0 Comments

Youtube Channel Image
Epic Profit Subscribe To watch more Secret Earnings Video
Subscribe