Email Marketing এর কাজ করে মাসে $200 || MailChimp Email Campaign Tutorial

Cpa marketing বলেন বা affiliate marketing বলেন। 

যেকোনো দরনের মার্কেটিং এর জন্য ইমেইল মার্কেটিং most important একটা Way।


Email List

MailChimp Site



 

আপনার cpa অফার বা প্রোডাক্ট যদি আপনি আপনার existing claint এর কাছে পাঠাতে চান। অথবা আমার আগের এই ভিডিওটি দেখে যারা mail collect করেছেন। এখন সেই সকল মেইল গুলিতে এক ক্লিকে আপনার cpa অফার promote করতে চান।

তাহলে অবশ্যই আপনাকে bulk mail পাঠাতে হবে।

মানে হচ্ছে একই সাথে অনেক গুলি মেইল পাঠাতে হবে, হাজার হাজার মেইল পাঠাতে হবে।


আর এর জন্য আপনি Gmail,Yahoo বা outlook এর মতো যে সার্ভিস গুলি রয়েছে। সেগুলি ব্যবহার করতে পারবেন না।

কারণ, Gmail বা অন্য ফ্রি ইমেইল একাউন্ট থেকে আপনি কেবল কিছু নির্ধারিত সংখক ইমেইল পাঠাতে পারবেন।


আর এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে কিছু email marketing tools. অনলাইনে অনেক email marketing tool রয়েছে যেগুলির ব্যবহার করে এক সাথেই হাজার হাজার লোকেদের ইমেইল পাঠাতে পারবেন।

আর সেগুলির মাঝে best একটা ইমেইল মার্কেটিং tool হলো mailchimp.

আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে properly এক ক্লিকে আনলিমিটেড gmail পাঠাবেন MailChimp দিয়ে, তাও আবার spamming ছাড়াই।


তো চলুন শুরু করি,


সো বন্ধুরা চলে আসবেন গুগলে এবং সার্চ করবেন MailChimp লিখে। ওয়েবসাইট টি সবার উপরে শো করবে অথবা এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখানে ক্লিক করে চলে আসতে পারেন।

দেন এই সাইটটিকে  ওপেন করবেন। Then, এই সাইটে আমাদেরকে singup করতে হবে। তারজন্য একটু নিচের দিকে চলে আসবেন। Then, এখানে বিভিন্ন দরনের প্ল্যান দেখতে পাবেন। যেগুলো buy করলে এই সাইটের যতগুলি বেনিফিট রয়েছে সব গুলির একসেস পাবেন। তো আমরা চাচ্ছি free তে কাজ করার জন্য । কারণ আমাদের অনেকের সেরকম শামোর্ত নেই যে এই প্ল্যান গুলি buy করবো। সো, আমরা singup free তে ক্লিক করবো।


এবার এখানে একটি email এড্রেস দিয়ে দিবেন এবং ইউজারনেমের জায়গায় অটোমেটিক ইমেইল এড্রেসটি নিয়ে নিবে চাইলে এটি পরিবর্তন করতে পারেন অথবা এটাই রেখে দিতে পারেন।

দেন এখানে ৮ ডিজিটের উপরে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন।

দেন এই ফাঁকা বক্সে টিক মার্ক করে দেবেন। দেন singup বাটনে ক্লিক করবেন।


এর পর আপনার জিমেইলে তারা একটি কনফার্মেশন মেইল পাঠাবে তো সেটা দেখার জন্য আপনারা চলে যাবেন জিমেলে এবং দেখতে পাবেন তারা একটি কনফার্মেশন মেইল সেন্ড করেছে। তো এই মেইলটি আপনি ওপেন করবেন।

দেন active accunt বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটি এক্টিভ হয়ে যাবে।

এবার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে login করে নিবেন।

তো আমি আমার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে login করে নিবো।

Then আপনাদের সামনে accunt সেটআপ করার একটা পেজ চলে আসবে।

সো, এখান থেকে আমাদের accunt টিকে পুরোপুরি সেটআপ করে নিতে হবে।


বন্ধুরা এখান থেকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন।

নাহলে কিছুই বুঝতে পারবেন না।

সো, এখানে আপনার fast name দিবেন, এখানে last name দিবেন, then, business name এর জায়গায় একটি business name দিয়ে দিবেন। যা ইচ্ছা দিতে পারেন। আমি আমার চ্যানেল এর নামটি দিয়ে দিবো। এর পর এখানে phone no. চাইলে দিতে পারেন। অথবা না দিলেও প্রবলেম নেই। কারণ এটা optional.

Then, next বাটনে ক্লিক করবেন।


এর পর আমাদেরকে  next পেজে নিয়ে আসবে। এখানে দেখুন লিখা রয়েছে what is your business address. তো এখানে আপনি আপনার বর্তমান adress টি দিয়ে দিবেন। আমি আমার adress টি দিয়ে দিবো।

Then, নিচের box গুলিতে অটোমেটিক নিয়ে নিবে। এখানে শুধু আপনি আপনার zip code টি দিয়ে দিবেন।

Then, next বাটনে ক্লিক করবেন।

এর পর আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে কিসের জন্য আপনি mailchimp ব্যাবহার করতে চাচ্ছেন।

তো, এখান থেকে যেকোনো একটি দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে এটা select করে দিবো।

Then, next এ ক্লিক করবেন।



আপনার buisness এর জন্য most important কোন গুলি সেগুলি সিলেক্ট করতে হবে।

যেহেতু এখান থেকে মেইল করলে আমরা কম সময়ে অনেক বেশি মেইল করতে পারবো। তাই আমাদের সময়টা save হবে। তাই আমরা এখান থেকে optimized send times টি সিলেক্ট করবো। আপনারা চাইলে অন্যগুলো select করতে পারেন।

Then, সিলেক্ট করার পর next এ ক্লিক করবো।

এর পর এখান বলা হচ্ছে আপনি কি পরিমাণ contact এ মেইল সেন্ড করতে চান। এটা এত importent না। তাই যেকোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি এখানে থেকে 1500 থেকে 2500 এই অপশনটি সিলেক্ট করবো।

তো, সিলেক্ট করার পর next এ ক্লিক করবেন।

Then, আপনি কাস্টমার এর কাছে কি sell করতে চাচ্ছে সেটি সিলেক্ট করতে হবে।

আমি এখান থেকে my own website এবং online marketplace টি সিলেক্ট করে next এ ক্লিক করবো।


এর পর এখানে আমাদের ওয়েবসাইটটি দিতে হবে। তো আমি আমার ওয়েবসাইটটি দিয়ে দিবো।

আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আপনি শুধু next বাটনে ক্লিক করবেন।

Then, এখানে একটু সময় অপেক্ষা করবেন। তাহলে আপনার accunt টি পুরোপুরি setup complete হয়ে যাবে।

Then, আপনাদের সামনে mailchimp এর হোম পেজটি চলে আসবে। 

এবার এখানে আমাদেরকে সেই মেইল adress গুলি অ্যাড করতে হবে যেগুলিতে আমরা মেইল সেন্ড করতে চাই।


তো, মেইল গুলি অ্যাড করার জন্য audienceএ চলে আসবো।

Then, add your contact এর একটা অপশন দেখতে পাবো। যেখানে আমরা আমদের collect করা ইমেইল adress গুলি add করতে পারবো।

তারজন্য add your contact এ ক্লিক করবো।

এর পর এখানে আপনি 3বাবে contact add করতে পারবেন। যেমন, অন্যান্য service থেকে অ্যাড করতে পারবেন, ইমেইল adress এর text ফাইল upload করতে পারবেন এবং direct notepad থেকে copy করে এনে এখানে পেস্ট করতে পারবেন।


তো, আমরা notepad থেকে copy করে নিয়ে এসে এখানে add করবো তাই copy and past এর অপশনটি chose করবো। Then, continue তে ক্লিক করবো। এর পর এই ফাঁকা বক্সে আমাদেরকে ইমেইল adress গুলি দিয়ে দিতে হবে।

তারজন্য আমি চলে আসবো আমার notepad এ। আমি এখানে কিছু ইমেইল collect করে রেখেছিলাম।

তো, এই মেইল গুলি আমি use করবো। তাই এই মেইল গুলি সিলেক্ট করবো। এবং কপিতে ক্লিক করে মেইল গুলি copy করে নিবো।


Then, চলে আসবো mailchimpএ। এবং ফাঁকা বক্সে মেইল গুলি past করে দিবো। তো, এখানে দেখুন 494টি ইমেইল show করছে। তো, বন্ধুরা আমি ডেসক্রিপশন বক্সে বেশ কিছু একটিভ মেইল লিস্ট আপনাদেরকে দিয়ে দিবো জেগুলি চাইলে আপনারা use করতে পারেন।

এবং কিভাবে unlimited এক্টিভ মেইল কালেক্ট করবেন সেই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেই ভিডিওর লিংকটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই ভিডিওটি দেখে নিবেন।


তো, মেইল গুলি past করার পর continue to organize এ ক্লিক করবেন।

এর পর এখান থেকে subscribed টা সিলেক্ট করে দিবেন। এবং ফাঁকা বক্সে টিকমারক করে continue to tag এ ক্লিক করবেন।

এর পর এখানে আপনাকে কিছু ট্যাগ use করতে হবে। আপনি যেই releted মেইল করতে চাচ্ছেন সেই releted tag use করতে পারেন। আমি এখন থেকে শুধু member ট্যাগটি সিলেক্ট করবো এবং continue to match এ ক্লিক করবো।

এর পর এখানে আপনার সবগুলি মেইল show করবে, এখান থেকে finalize import এ ক্লিক করবেন। এর পর আপনাকে রিভিউ পেজে নিয়ে আসবে। এখান থেকে  complete import এ ক্লিক করবেন। 


এর পর মেইল গুলি import হওয়া শুরু হয়ে যাবে। তো সেগুলি দেখার জন্য visite অডিয়েন্স deshbord এ ক্লিক করবেন। তো, বন্ধুরা দেখুন, 134টি contact অলরেডি অ্যাড হয়ে গিয়েছে।

এখানে just কিছুক্ষণ সময় দিবেন, তাহলে আপনার সব গুলি মেইল অ্যাড হয়ে যাবে। 

তো বন্ধুরা, contact add করা তো হলো। এখন কি ভাবে এই contact গুলিতে এক ক্লিক আমরা আমাদের মেইল সেন্ড করবো। 


তার জন্য আমাদেরকে একটি campaign create করতে হবে। তারজন্য এই অপশন গুলি থেকে সবার উপরে crete এর একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করবেন। Then, এখান থেকে আপনি 3ভাবে মেইল সেন্ড করতে পারবেন। একটি হলো ল্যান্ডিং পেজ এর মাধ্যেমে। আরেকটি হলো automation,  অটোমেশন মানে হলো, আপনি এখানে মেইল সেট করে দিবেন। এবং নির্দিষ্ট টাইমে অটোমেটিক মেইল সেন্ড হয়ে যাবে। এবং আরেকটি অপশন হলো regular email. যেটা এখন আমি আপনাকে দেখাবো। তারজন্য regular email এর নিচে design email এ ক্লিক করবো। এর পর এখান থেকে scroll করে নিচের দিকে চলে আসবো এবং content এর পাশে design email এ ক্লিক করবো। এর পর এখান থেকে ইমেইল এর একটি টেমপ্লেট সিলেক্ট করতে হবে।


আমরা যেহেতু ফ্রী ভার্শন use করতেছি। তাই আমরা সব গুলি টেমপ্লেট use করতে পারবো না। আর এর জন্য free template only এই অপশনটি on করে দিবো। তাহলে শুধু মাত্র ফ্রী যে template গুলি রয়েছে, সুদু সেগুলিই চলে আসবে।


এখান থেকে আপনার পছন্দমত যে কোন একটা টেমপ্লেট সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করে নেব। এবং apply বাটনে ক্লিক করবো। 

এপ্লাই ক্লিক করার পর টেমপ্লেটি আমাদের সামনে চলে আসবে। এবার যা যা আছে সেগুলো আমরা আমাদের মন মত পরিবর্তন করতে পারব।

ধরেন আমরা এই লোগোটা চেঞ্জ করতে চাই তাই লোগোর উপর ক্লিক করব। দেন বাম পাশে দেখুন সেট লোগো লেখা রয়েছে। তো, সেখানে যদি ক্লিক করেন। তাহলে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনার পছন্দমত একটি লোগো সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা লোগো সিলেট করে দেবো।

দেন টেমপ্লেটের লোগোটি পরিবর্তন হয়ে আমাদের লোগোটি এড হয়ে যাবে।


এবার নিচে যে text গুলি রয়েছে সেগুলোকে change করতে হবে। এখানে আপনি সিপিও অফার বা যে রিলেটেড মেইল করতে চাচ্ছেন সেই রিলেটেড টেক্সট লিখবেন।

তো, আমি cash app এর একটা offer promote করবো। তাই এই bold text এর জায়গায় আমি লিখতে পারি এটা। সো বন্ধুরা আপনারা মেইলে এমন কিছু লিখবেন যেন ভিউয়ার্সরা দেখে অ্যাটাক হয় এবং আপনার মেইলটি ওপেন করে দেখে। দেন আপনি ক্লিক পাবেন। যদি ওপেনই না করে তাহলে তো আপনার এত কষ্ট করে কোন ফায়দাই হলো না। 

তাই মেইলে সবসময় অ্যাট্রাক্টিভ কোন কিছু লেখার চেষ্টা করবেন। তবে সেটা জেনো আপনি যেই রিলেটেড মেইল করতে চাচ্ছেন, সেই রিলেটেড হয়। নাহলে কিন্ত আবার প্রবলেম হবে।


তো, text টি change করার পর, নিচে দেখুন ছোট করে আরেকটি text রয়েছে। এটাকে কেটে দিয়ে আমরা আমরা আমাদের টেক্সটি লিখে দেবো। তো এর নিচে দেখুন ইমেজের একটা অপশন রয়েছে। তো এই ইমেজের অপশন এ ক্লিক করবেন এবং বাম পাশে অ্যাড বাটনে ক্লিক করে আপলোড ইমেজে ক্লিক করবেন। Then, gellary থেকে আপনার অফার releted, বা যায় মেইল করেন সেই releted সুন্দর একটি ইমেজ লাগিয়ে দিবেন। আমি galley থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিবো।

তো, দেখুন ইমেজ টি এখানে চলে এসেছে। এবার একটু scroll করলে ইমেজে নিচে আমরা একটি button দেখতে পাবো। যেখানে আমরা cpa অফার বা affilite link লাগিয়ে দিবো। এবং যখনি ভিউয়ার্স রা মেইলটি পড়বে এবং এই বাটনে ক্লিক করবে। তাহলেই আমাদের মিশনটি complete হবে।


তো, তারজন্য বাটনে যে text টি রয়েছে সেটিকে change করে আপনি, click now বা click here এরকম কিছু লিখে দিবেন। Then, এই বাটনে আমরা আমাদের লিংকটি অ্যাড করতে হবে। তারজন্য বামপাশে web link এর একটা অপশন পাবেন। সেখানে আপনার লিংকটি past করে দিবেন। Then, এখানে দেখুন social media icon রয়েছে। এগুলি আপনাদের social মিডিয়ার প্রোফাইল এর লিংক গুলি add করতে পারবেন।

এরপর নিচের text গুলিও পরিবর্তন করতে পারবেন। তো, আপনারা আপনাদের মন মত সব কিছু  কাস্টোমাইজ করে নিবেন। তো, সব কিছু change করার পর, এখন আমাদেরকে এই template টি save করতে হবে। তারজন্য, উপরে save and exit বাটনে ক্লিক করবেন। 


Then, এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে।

এখানে edit name ক্লিক করে মেইল এর একটি টাইটেল দিয়ে দিবেন। এবং save এ ক্লিক করবেন।

Then, এখানে আমাদের মেইল এর একটি সাবজেক্ট দিয়ে দিতে পারি। তারজন্য রিসলভ এ ক্লিক করে আমাদের মেইল রিলেটেড একটি সাবজেক্ট দিয়ে দিবো। 


সো, এবার আমাদের সকল কাজ complete। এখন আমরা একটি টেস্ট মেইল সেন্ড করবো। এবং দেখবো আমাদের মেইলটি ঠিক ঠাক আছে কি না।

এবং, তার পর আমাদের সকল কাস্টমার বা viewrs এর মেইলে এক ক্লিকে সেন্ড করে দিবো। তার জন্য সেন্ড এ ইমেইল, এখানে ক্লিক করব। দেন এখানে আপনার একটি ইমেইল এড্রেস দিয়ে দিবেন যেটাই আপনি টেস্ট মেলটি রিসিভ করতে চান। দেন, সেন্ড test এ ক্লিক করবেন। তো, মেইল টি সেন্ড হয়ে গিয়েছে। সো, দেখুন একটি মেইল কিন্ত চলে এসেছে। এই মেইলটি যদি ওপেন করি, তাহলে দেখুন আমরা যেরকম ভাবে কাস্টোমাইজ করেছিলাম। ঠিক সেরকম হয়েছে। এবং আমরা যদি এই বাটনে ক্লিক করি। তাহলে আমাদের cpa অফারটি ওপেন হবে। কারণ এই cpa অফার এর লিংকটি আমি বাটনে অ্যাড করে দিয়েছিলাম। 


সো বন্ধুরা, আমার কাছে সব কিছু ঠিক ঠাক মনে হচ্ছে। তাই এখন আমরা এই মেইলটি কাস্টমার এর কাছে সেন্ড করতে পারি। 

তো, তার জন্য সেন্ড বাটনে ক্লিক ক্লিক করবেন। এর পর আপনি যত গুলি মেইল contact list এ add করেছিলেন, সেগুলি দেখাবে। Then, এখানে send now বাটনে ক্লিক করবেন।


Nice job

Your email is sending

 আমাদের মেইলটি send হচ্ছে।

তো সেটা দেখার জন্য আমরা ক্যাম্পেইনে চলে আসব। দেন আমাদের মেলের উপর ক্লিক করে ইমেল এ ক্লিক করব। সো বন্ধুরা দেখুন আমাদের মিলটি কিন্তু সকল ভিউয়ার্স এর কাছে অলরেডি চলে গিয়েছে। এখন কতজন এই ইমেইলটি ওপেন করেছে  এবং  বাটন টিতে ক্লিক করেছে সবকিছুই এখান থেকে দেখতে পারবেন।


সো, বন্ধুরা, এবাবেই কাজ করুন। ইনশাআল্লাহ্ বালো কিছু করতে পারবেন। আর এই মেইল গুলি স্প্যামিং হবে না। একদম রিয়েল মেইল যাবে। তো, আপনারা যারা মেইল কালেক্ট করতে পারছেন না। বা কিভাবে unlimited মেইল সিলেক্ট করবেন। সেটা যদি জানতে চান, তাহলে এই ভিডিওটি দেখুন। তাহলে unlimited এবং  টার্গেটেড ইমেইল কালেক্ট করতে পারবেন।

এবং আপনারা যদি আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করতে চান তাহলে এই ভিডিওটি দেখুন। আপনাদের সাথে সেখানেই দেখা হবে।

 আল্লাহ হাফেজ।

Post a Comment

0 Comments

Youtube Channel Image
Epic Profit Subscribe To watch more Secret Earnings Video
Subscribe